AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিজ দেশেই বিমান হামলা চালালো ভারত !


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১০:৩৯ এএম, ২৬ এপ্রিল, ২০২৫

নিজ দেশেই বিমান হামলা চালালো ভারত !

নিজ দেশের বেসামরিক স্থাপনায় ‘ভুলবশত’ হামলা চালিয়েছে ভারতীয় বিমানবাহিনী (IAF)। শুক্রবার (২৫ এপ্রিল) মধ্যপ্রদেশ রাজ্যের শিবপুরী জেলার এক বাড়িতে আকাশ থেকে ভারী ধাতব বস্তু পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভারতীয় বিমানবাহিনী এ ঘটনাকে “অসাবধানতাবশত বায়বীয় স্টোর ড্রপ” বলে বর্ণনা করেছে।

স্থানীয় পুলিশ ও সংবাদমাধ্যম জানায়, শিবপুরীর মনোজ সাগরের বাড়িতে বিমান থেকে ধাতব বস্তুটি পড়লে বাইরের দুটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। বাড়িতে থাকা চার সদস্য অক্ষত রয়েছেন। পুলিশ সুপার আমান সিং রাঠোর জানান, ঘটনাস্থলে প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ভারতীয় বিমানবাহিনী জানায়, “একটি অ-বিস্ফোরক বায়বীয় স্টোর অনিচ্ছাকৃতভাবে বিমান থেকে পড়ে যায়। এতে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।” একই সঙ্গে বিমানবাহিনী জানিয়েছে, এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।

শিবপুরীর সাব-ডিভিশনাল পুলিশ অফিসার প্রশান্ত শর্মা বলেন, “বস্তুটি অত্যন্ত শক্ত এবং এতে পোড়ার চিহ্ন রয়েছে। এটি কোথা থেকে এসেছে, তা নিশ্চিতভাবে বলা সম্ভব হবে তদন্তের পর।”

এদিকে, শিবপুরী থেকে প্রায় ১২৫ কিমি দূরে অবস্থিত গোয়ালিয়র বিমানঘাঁটি কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয় প্রশাসন যোগাযোগ করেছে বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, এমন ঘটনা ভারতীয় সামরিক বাহিনীর নিরাপত্তা প্রটোকল নিয়ে প্রশ্ন তুলেছে। যদিও এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকার বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 


একুশে সংবাদ// আ.ট//এ.জে
 

Shwapno
Link copied!