AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতের গুজরাটে এক হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:৫৭ পিএম, ২৬ এপ্রিল, ২০২৫

ভারতের গুজরাটে এক হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার

ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটে এক হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) রাতভর রাজ্যের আহমেদাবাদ ও সুরাটে যৌথ বাহিনীর অভিযানে এসব বাংলাদেশিকে আটক করা হয়। শনিবার গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভি এ তথ্য জানিয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, আহমেদাবাদ থেকে ৮৯০ জন এবং সুরাট থেকে ১৩৪ জন বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে গুজরাটে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় অভিযান বলে মন্তব্য করেছেন মন্ত্রী হর্ষ সাংঘভি।

তিনি জানান, রাজ্যে বসবাসরত অবৈধ অভিবাসীদের পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্যকারীদের গ্রেপ্তার করে নিজ দেশে ফেরত পাঠানো হবে। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, "গুজরাট পুলিশ অবৈধ বাংলাদেশিদের গ্রেপ্তারে ঐতিহাসিক সাফল্য দেখিয়েছে। রাজ্যে এটিই সবচেয়ে বড় অভিযান।"

মন্ত্রী জানান, গ্রেপ্তার হওয়া বাংলাদেশিরা গুজরাটে আসার আগে ভারতের বিভিন্ন অঞ্চলে জাল নথি ব্যবহার করে অবস্থান করছিলেন। আটক ব্যক্তিদের মধ্যে অনেকেই মাদক চোরাচালান ও মানবপাচারের মতো অপরাধের সঙ্গে জড়িত। তিনি আরও বলেন, সম্প্রতি গ্রেপ্তার চার বাংলাদেশির মধ্যে দুজন আল-কায়েদার স্লিপার সেলের সদস্য ছিলেন।

হর্ষ সাংঘভি জানান, দ্রুত আটককৃতদের বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি, যারা তাদের জাল নথি সরবরাহ করেছিল, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: পিটিআই, হিন্দুস্তান টাইমস

 

একুশে সংবাদ//ঢ.প//এ.জে

Shwapno
Link copied!