পূর্ব ঘোষণা ছাড়াই সিন্ধুর উপনদী ঝিলামের অতিরিক্ত পানি ছেড়েছে ভারত, ফলে মাঝারি মাত্রার বন্যায় প্লাবিত হয়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কিছু অংশ। শনিবার (২৬ এপ্রিল) আলজাজিরা ও দুনিয়া নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মুজাফফরাবাদ বিভাগের প্রশাসন এক বিবৃতিতে জানায়, ঝিলাম নদীতে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত পানি ছাড়ার কারণে হঠাৎ করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর জেরে নদীতীরবর্তী জনগণকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং মসজিদ থেকে মাইকিং করে সতর্কবার্তা প্রচার করা হচ্ছে।
প্রবাহিত পানি ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের অনন্তনাগ অঞ্চল থেকে পাকিস্তানের চাকোঠি সীমান্ত দিয়ে প্রবেশ করছে। পানি বৃদ্ধি পাওয়ায় নদীতীরের জনপদে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি জম্মু-কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে পরোক্ষভাবে দায়ী করে নয়াদিল্লি। এর পরই ভারত ১৯৬০ সালের সিন্ধু নদ পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয় এবং জানায়, পাকিস্তানে সিন্ধু দিয়ে আর এক ফোঁটাও পানি যাবে না।
পাকিস্তান এই সিদ্ধান্তকে যুদ্ধের সমপর্যায়ের উস্কানি হিসেবে দেখছে। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলাওয়াল ভুট্টো সতর্ক করে বলেছেন, "সিন্ধুর স্রোত বইবে, না হলে বইবে ভারতীয়দের রক্ত।"
ভারতের জলশক্তিমন্ত্রী জানিয়েছেন, সিন্ধুর পানিপ্রবাহ ঠেকাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। দ্রুত ড্রেজিংয়ের মাধ্যমে নদীর গতিপথ পরিবর্তন করে পাকিস্তানে পানির প্রবাহ বন্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
একুশে সংবাদ// আ.ট//এ.জে
আপনার মতামত লিখুন :