AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশেও পানিপ্রবাহ বন্ধের আহ্বান বিজেপি এমপির


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৫:২৭ পিএম, ২৭ এপ্রিল, ২০২৫

বাংলাদেশেও পানিপ্রবাহ বন্ধের আহ্বান বিজেপি এমপির

কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেওয়ার পর, এবার বাংলাদেশে পানিপ্রবাহ বন্ধের আহ্বান জানিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। রবিবার (২৭ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কাশ্মীর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানে পানি সরবরাহ বন্ধ করে দেয়। এরপর নিশিকান্ত দুবে বাংলাদেশের বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন।

তিনি কংগ্রেস শাসনামলে ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত ১৯৯৬ সালের গঙ্গা পানিবণ্টন চুক্তির কথা উল্লেখ করে বলেন, ‘গঙ্গা পানিবণ্টন চুক্তিটি ছিল কংগ্রেস সরকারের করা একটি বড় ভুল।’

তিনি আরও বলেন, ‘সন্ত্রাসবাদের সাথে যুক্ত দেশগুলোর সঙ্গে পানি ভাগাভাগি চালিয়ে যাওয়ার যুক্তি কোথায়? আমরা আর কতদিন সাপদের পানি খাওয়াবো? এখন তাদের পিষে ফেলার সময় এসেছে।’

এছাড়া, পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নিশিকান্ত দুবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!