AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
আল জাজিরাকে ড. ইউনূস:

শেখ হাসিনাকে ‍‍`চুপ‍‍` রাখতে পারবেন না বলে জানালেন মোদি


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:২৪ পিএম, ২৭ এপ্রিল, ২০২৫

শেখ হাসিনাকে ‍‍`চুপ‍‍` রাখতে পারবেন না বলে জানালেন মোদি

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সঙ্গে এক দীর্ঘ সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন। রোববার (২৭ এপ্রিল) আল জাজিরা তাদের প্ল্যাটফর্মে এই ভিডিও সাক্ষাৎকার প্রকাশ করে।

সাক্ষাৎকারে ড. ইউনূস ‍‍`জুলাই বিপ্লব‍‍`, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া, এবং পূর্ববর্তী সরকারের দুর্নীতির নানা দিক নিয়ে আলোচনা করেন।

আল জাজিরার সাংবাদিক নিয়েভ বার্কার শেখ হাসিনাকে নিয়ে প্রশ্ন তুললে ড. ইউনূস জানান, তিনি ব্যাংককে বিমসটেক সম্মেলনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি মোদিকে অনুরোধ করেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে যেন ‍‍`চুপ‍‍` করিয়ে রাখা হয়।

জবাবে মোদি বলেন, "আমি সেটা পারব না। কারণ ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম সবার জন্য উন্মুক্ত। সেখানে সবাই কথা বলতে পারে।"

ড. ইউনূস আরও বলেন, “আমি মোদিকে বলেছিলাম, শেখ হাসিনা যখন ভারতে থাকবেন, তার উচিত হবে না বক্তব্য দেওয়া। কারণ তার বক্তব্য বাংলাদেশের মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে এবং আমাদের জন্য সমস্যা তৈরি করে।”

আল জাজিরার পক্ষ থেকে প্রশ্ন রাখা হয়, শেখ হাসিনার ভারতে অবস্থানকে অন্তর্বর্তী সরকার কীভাবে দেখছে। জবাবে ড. ইউনূস জানান, এ বিষয়ে ভারতের ভূমিকার প্রতি তাদের কোনো জোর নেই, তবে শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের পরিস্থিতি জটিল করে তুলছে।

সূত্র: আল জাজিরা

 

একুশে সংবাদ//ঢ.প//এ.জে

Shwapno
Link copied!