অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় একদিনে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫৩ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও শতাধিক। আল জাজিরার প্রতিবেদনে সোমবার (২৮ এপ্রিল) জানানো হয়েছে, ইসরায়েলি বর্বরতা শুরুর পর থেকে গাজায় নিহতের সংখ্যা ৫২ হাজার ২০০ ছাড়িয়ে গেছে।
চিকিৎসা সূত্র জানিয়েছে, রোববার গাজা জুড়ে চালানো হামলায় প্রাণ গেছে অন্তত ৫৩ জনের। এছাড়া সোমবার ভোরের দিকেও হামলায় নিহত হয়েছেন আরও ১৭ জন ফিলিস্তিনি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, ইসরায়েলি হামলায় আহত আরও ১১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘাত শুরুর পর আহতের সংখ্যা এখন দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৬৩৯ জনে। ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে থাকা অনেক মানুষের কাছে এখনও উদ্ধারকারীরা পৌঁছাতে পারেননি।
দীর্ঘ ১৫ মাসের সামরিক অভিযান শেষে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়। প্রায় দুই মাস শান্তিপূর্ণ সময় কাটলেও, ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে নতুন করে হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে আরও ২ হাজার ১৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। অধিকাংশ অবকাঠামোও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
একুশে সংবাদ// চ.ট//এ.জে
আপনার মতামত লিখুন :