AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আবারও ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:০১ এএম, ২৮ এপ্রিল, ২০২৫

আবারও ভারত-পাকিস্তান   সীমান্তে গোলাগুলি

ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় টানা চতুর্থ রাতেও গোলাগুলি হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর বরাতে এনডিটিভি জানিয়েছে, রোববার রাতে পাকিস্তান সেনারা কুপওয়ারা ও পুঞ্চ সেক্টরে গুলিবর্ষণ করে, যার জবাবে ভারতীয় সেনারাও পাল্টা গুলি চালায়।

ভারতীয় সেনাদের দাবি, পাকিস্তান বিনা উসকানিতে গুলি ছুঁড়েছে। পহেলগামে ভয়াবহ হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় টানা চার রাত ধরে নিয়ন্ত্রণরেখায় গুলিবিনিময়ের ঘটনা ঘটছে। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বিশেষ করে পুঞ্চ সীমান্তে এই প্রথম গুলিবিনিময় হলো সাম্প্রতিক উত্তেজনার মধ্যে।

এদিকে হামলার ঘটনা নিয়ে আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। রোববার রুশ সংবাদ সংস্থা আরআইএ নভোস্তিকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, "আমি মনে করি রাশিয়া, চীন এমনকি পশ্চিমা দেশগুলোরও উচিত এই সংকটে ইতিবাচক ভূমিকা পালন করা এবং একটি আন্তর্জাতিক তদন্ত দল গঠন করা। ভারত সত্য বলছে কি না, তা তদন্ত করে বের করা উচিত।"

প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও পহেলগাম হামলার প্রকৃত দোষীদের এখনো গ্রেফতার করতে পারেনি ভারতীয় পুলিশ। যদিও সন্দেহভাজন শতাধিক সন্ত্রাসীকে আটক করা হয়েছে এবং কয়েকজনের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

 

একুশে সংবাদ// স.ট//এ.জে

Shwapno
Link copied!