AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারত হামলা করলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি পাকিস্তানের


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:০৮ পিএম, ২৮ এপ্রিল, ২০২৫

ভারত হামলা করলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি পাকিস্তানের

পাকিস্তানে ভারতের সম্ভাব্য সামরিক হামলা আসন্ন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। একইসঙ্গে অস্তিত্ব রক্ষার প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিতও দিয়েছেন তিনি। সোমবার (২৮ এপ্রিল) ইসলামাবাদে নিজ কার্যালয়ে রয়টার্স-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী।

খাজা আসিফ বলেন, "আমরা আমাদের বাহিনীকে আরও শক্তিশালী করেছি, কারণ সামরিক আক্রমণ আসন্ন। সুতরাং এমন পরিস্থিতিতে কৌশলগত কিছু সিদ্ধান্ত নেওয়া জরুরি। আমরা সেসব সিদ্ধান্ত গ্রহণ করেছি।"

তিনি আরও জানান, কাশ্মীরের সাম্প্রতিক ঘটনার পর ভারতের পক্ষ থেকে হুমকি-ধমকি বেড়েছে এবং পাকিস্তানের সামরিক বাহিনী সম্ভাব্য হামলার বিষয়ে সরকারকে সতর্ক করেছে। যদিও ভারতের সম্ভাব্য হামলা সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেননি তিনি।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, "আমাদের অস্তিত্বের বিরুদ্ধে সরাসরি হুমকি সৃষ্টি হলে আমরা পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার ব্যবহার করব।"

গত ২২ এপ্রিল ভারতের কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় ২৫ ভারতীয় ও এক নেপালি নাগরিক নিহত হন। ভারত দাবি করেছে, হামলাকারীরা পাকিস্তানি। তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।

ভারত দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, কাশ্মীরের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদীদের পাকিস্তান সমর্থন দিয়ে আসছে। সাম্প্রতিক হামলার পর ভারতের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং দেশটি এরইমধ্যে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে।

 

একুশে সংবাদ// যু//এ.জে

Shwapno
Link copied!