AB Bank
  • ঢাকা
  • বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সেনাবাহিনীকে হামলার ‘পূর্ণ স্বাধীনতা’ দিলেন মোদি


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:১২ পিএম, ২৯ এপ্রিল, ২০২৫

সেনাবাহিনীকে হামলার ‘পূর্ণ স্বাধীনতা’ দিলেন মোদি

কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সাম্প্রতিক হামলার পর পাল্টা প্রতিক্রিয়ার বিষয়ে ভারতীয় সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে।

ওই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সেনাপ্রধান অনিল চৌহান এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। সূত্র জানিয়েছে, বৈঠকে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর ওপর পূর্ণ আস্থা প্রকাশ করে বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া জবাব ভারতের নীতিগত অঙ্গীকার।

পেহেলগাম হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর পর এটি ২০১৯ সালের পুলওয়ামা ঘটনার পর সবচেয়ে বড় সহিংসতা হিসেবে বিবেচিত হচ্ছে। পুলওয়ামার ঘটনার জেরে ভারত পাকিস্তানের বালাকোট এলাকায় বিমান হামলা চালিয়েছিল।

সাম্প্রতিক হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার একটি ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো বলছে, এই হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার একাধিক প্রমাণ পাওয়া গেছে।

প্রতিবাদস্বরূপ ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার মধ্যে রয়েছে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং সিন্ধু পানি চুক্তি স্থগিত করা। তবে ভারতে বসবাসকারী পাকিস্তানি হিন্দুদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা কার্যকর হয়নি। মেডিকেল ভিসাও বাতিল করা হয়েছে।

ভিসা নিষেধাজ্ঞার ফলে অনেক পাকিস্তানি নাগরিক ইতোমধ্যেই ভারতে তাদের কার্যক্রম গুটিয়ে ফিরেছেন। মঙ্গলবার পর্যন্ত প্রায় এক হাজার পাকিস্তানি নাগরিক ভারতে থেকে ফিরে গেছেন বলে জানা গেছে।

পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতীয় ভিসা বাতিল এবং আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

 

 

একুশে সংবাদ// চ.ট//এ.জে
 

Shwapno
Link copied!