পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর তুমুল গোলাগুলিতে কমপক্ষে ১০ জন অস্ত্রধারী নিহত হয়েছে। কেচ ও জিয়ারাত জেলায় পরিচালিত পৃথক অভিযানে এসব সন্ত্রাসী নিহত হয় বলে নিশ্চিত করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর)।
আইএসপিআরের এক বিবৃতিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ও মঙ্গলবার (২৮-২৯ এপ্রিল) সেনা অভিযান চালানো হয়। কেচ জেলায় ৩ জন এবং জিয়ারাত জেলার চোতির এলাকায় ৭ জন সন্ত্রাসী নিহত হয়।
আইএসপিআরের ভাষায়, “নিহতরা পাকিস্তান সেনাবাহিনী এবং সাধারণ মানুষের ওপর হামলার সঙ্গে জড়িত ছিল। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।”
সেনাবাহিনীর একজন কর্মকর্তা স্থানীয় সংবাদমাধ্যম ডনকে জানান, জিয়ারাতের চোতির এলাকায় প্রায় দুই ঘণ্টাব্যাপী তুমুল গোলাগুলি হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে হ্যান্ড গ্রেনেডও ছোড়ে। তবে সেনারা সফলভাবে অভিযানটি সম্পন্ন করে।
আইএসপিআর আরও জানিয়েছে, সন্ত্রাসবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে এবং মূলভূখণ্ড থেকে সন্ত্রাস নির্মূলে তারা প্রতিজ্ঞাবদ্ধ।
একুশে সংবাদ// চ.ট//এ.জে
আপনার মতামত লিখুন :