নারীরাই আসলে নারীদের প্রতিবন্ধকতা: ‘মিসেস এশিয়া বাংলাদেশ’ বিজয়ী খাদিজা
‘মিসেস ইউনিভার্সেস বাংলাদেশ-২০২২’ প্রতিযোগিতার ‘মিসেস এশিয়া বাংলাদেশ’ বিভাগে বিজয়ী খাদিজা আক্তার রাহা। পড়াশুনা করছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে। নারী দিবস উপলক্ষ্যে কথা বলেছেন নানান বিষয়ে। তার সাক্ষাৎকার নিয়েছেন একুশের সংবাদের ডিআইইউ প্রতিনিধি রেজোয়ানুল হক রিজু। একুশে সংবাদ.কম: কেমন আছেন?খাদিজা রাহা: জি, ভালো আছি। একুশে সংবাদ.কম: এখন কি নিয়ে ব্যস্থতা?খাদিজা রাহা: আমি