দেশের বর্তমান পরিস্থিতিতে হতাশা ব্যক্ত করে তিনি বলেন, সামাজিক বিভিন্ন ক্ষেত্রে জন-জীবনে ব্যাপক অসহায়ত্বের সৃষ্টি হয়েছে।
ড. রেজা বর্তমান অর্থনীতিকে ফরমালিন অর্থনীতি বলে অভিহিত করে বলেন, অর্থনীতির ভেতরে একটা পচন সৃষ্টি হয়ে গেছে।
তিনি দাবি করেন, গণফোরাম সরকারের ভুল ধরিয়ে দেয়ার দায়িত্ব পালন করে যাচ্ছে। সব ধরনের অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে গণফোরামের অবস্থান সুস্পষ্ট। তিনি আশা প্রকাশ করেন জনগণের ভেতর দিয়েই এই দেশের বিভিন্ন অব্যবস্থার অবসান ঘটবে।
রেজা কিবরিয়া বিশ্বাস করেন, গণফোরাম কখনও সরকার গঠন করলে রাজনীতি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাবেন।
আপনার মতামত লিখুন :