সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। প্রতিষ্ঠানটির ইন্টারনাল অডিট বিভাগ সিনিয়র অ্যাসোসিয়েট পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ৩০ জানুয়ারি থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৭২ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)
পদের নাম: সিনিয়র অ্যাসোসিয়েট
বিভাগ: ইন্টারনাল অডিট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং বা ফিন্যান্সে স্নাতকোত্তর/এমবিএ ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: এমএস এক্সেলে দক্ষ এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন (এমএস অফিস, আউটলুক) ইত্যাদির ভালো জ্ঞান, ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় ভালো লিখিত ও মৌখিক যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: এনজিওতে আর্থিক ব্যবস্থাপনা এবং অ্যাকাউন্টিংয়ের উপর কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
কর্মস্থল: দেশের যেকোনো জায়গায়
বেতন: শুরুতে ৭২,৫০০ টাকা (মাসিক)।
অন্যান্য সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য গ্রহণযোগ্য সুবিধা দেওয়া হবে।
আবেদনের শেষ সময়: ১০ ফেব্রুয়ারি ২০২৪
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :