AB Bank
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সার্ক কৃষি কেন্দ্রে চাকরির সুযোগ


Ekushey Sangbad
চাকরি ডেস্ক
০৯:৫১ এএম, ১০ এপ্রিল, ২০২৪
সার্ক কৃষি কেন্দ্রে চাকরির সুযোগ

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) প্রতিষ্ঠান সার্ক কৃষি কেন্দ্র (এসএসি)। প্রতিষ্ঠানটি তাদের সিনিয়র প্রোগ্রাম অফিসার পদে একজন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। 

পদের নাম: সিনিয়র প্রোগ্রাম অফিসার (ন্যাচারাল রিসোর্সেস ম্যানেজমেন্ট)

পদসংখ্যা: ১

যোগ্যতা: অ্যাগ্রিকালচারাল সায়েন্সে (সয়েল/ওয়াটার/অ্যাগ্রো-ফরেস্ট্রি/ইরিগেশন) পিএইচডি ডিগ্রিসহ স্বনামধন্য কোনো সংস্থায় অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথবা অ্যাগ্রিকালচারাল সায়েন্স বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। আন্তর্জাতিক/রিজিওনাল এজেন্সি/বিশ্ববিদ্যালয়/ন্যাশনাল অ্যাগ্রিকালচার রিসার্চ অ্যান্ড এক্সটেনশন সিস্টেমে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার চালনায় দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগ ও উপস্থাপনায় দক্ষ হতে হবে।

বয়স: সর্বোচ্চ ৪৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: ঢাকা

বেতন স্কেল: ২৪১ থেকে ৬৯৬ মার্কিন ডলার।

সুযোগ-সুবিধা: মূল বেতনের ৫০ শতাংশ বাসাভাড়া, যাতায়াত ভাতা মাসে ৫০ ডলার, স্বাস্থ্য ভাতা মাসে ৫০ ডলার, সন্তান শিক্ষা ভাতা বছরে ৫০০ ডলার (সর্বোচ্চ দুই সন্তান পর্যন্ত), বছরে একটি মূল বেতনের সমপরিমাণ উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা আছে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের ফটোকপি, প্রয়োজনীয় কাগজপত্রসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ডিরেক্টর, সার্ক অ্যাগ্রিকালচার সেন্টার, বিএআরসি কমপ্লেক্স, ফার্মগেট, ঢাকা-১২১৫।

আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৪।


একুশে সংবাদ/এস কে

Link copied!