ডাকঘরের স্মার্ট সার্ভিস পয়েন্ট অব পোস্ট অফিসে ১০০০ জন (৫০০ নারী ও ৫০০ পুরুষ) উদ্যোক্তা নিয়োগের সময়সীমা বাড়ানো হয়েছে। জেলা প্রধান ডাকঘর, উপজেলা ডাকঘর এবং প্রযোজ্য ক্ষেত্রে উপডাকঘরের স্মার্ট সার্ভিস পয়েন্ট অব পোস্ট অফিসে একজন পুরুষ ও একজন নারী উদ্যোক্তা অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য সংশ্লিষ্ট জেলা/উপজেলায় বসবাসরত নাগরিকদের কাছে থেকে অনলাইনে আবেদনের আহ্বান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে অনলাইন আবেদনের শেষ সময় ২ মে নির্ধারিত ছিল। তবে ডাক অধিদপ্তর আবেদনের শেষ সময় আরও পাঁচ দিন বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, ৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।
জেলা/উপজেলা ডাকঘরের স্মার্ট পোস্টাল সার্ভিস পয়েন্টে উদ্যোক্তা (লেটার রাইটার) হিসেবে জেলা/উপজেলায় একজন নারী ও একজন পুরুষকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয়া হবে।
আগ্রহী প্রার্থীদের আবেদন করতে এই ওয়েবসাইটে ফরম পূরণ করা লাগবে।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :