AB Bank
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশের ফল প্রকাশ


Ekushey Sangbad
চাকরি ডেস্ক
১১:৫৭ এএম, ২২ আগস্ট, ২০২৪
পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশের ফল প্রকাশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ ও মাদরাসা) শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশের ফল প্রকাশ করা হয়েছে। এতে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে ১৯ হাজার ৫৮৬ জনকে। বুধবার (২১ আগস্ট) বিকেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এই সুপারিশ করে। 

এ ব্যাপারে এনটিআরসিএ চেয়ারম্যান মো. সাইফুল্লাহিল আজম সংবাদমাধ্যমকে বলেন, ১৯ হাজার ৫৮৬ প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের যোগদান করতে হবে।

প্রার্থীরা এই লিংকে গিয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে চূড়ান্ত সুপারিশপত্র ডাউনলোড করতে পারবেন।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসায় শিক্ষক সংকট দূরীকরণ ও মানসম্মত শিক্ষা নিশ্চিতের জন্য এনটিআরসিএ কর্তৃক পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৯ হাজার ৫৮৬ প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় কয়েকটি শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য সম্মতি প্রদান করা হলো।

শর্তগুলো হচ্ছে―নিয়োগ সুপারিশপ্রাপ্ত কোনো শিক্ষক সম্পর্কে যদি সংশ্লিষ্ট এজেন্সির ভেরিফিকেশনে কোনো ধরনের বিরূপ মন্তব্য বা আপত্তি উত্থাপিত হয়, তাহলে অবিলম্বে সুপারিশপত্র বাতিল হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হবে।

প্রার্থীর পুলিশ অথবা নিরাপত্তা ভেরিফিকেশনে কোনো বিরূপ মন্তব্য পাওয়া গেলে তা এনটিআরসিএকে মন্ত্রণালয় বরাবর জানাতে হবে। এছাড়া বিরূপ মন্তব্যসম্পন্ন শিক্ষককে অব্যাহতি প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রার্থীকে বিষয়টি অবহিত করতে হবে।  

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!