AB Bank
ঢাকা শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শুরু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৪৪ পিএম, ১ নভেম্বর, ২০২৪
এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শুরু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসিএর নিয়োগ পাওয়া এমপিওভুক্ত শিক্ষকদের পারস্পরিক বদলির আবেদন শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। বদলিপ্রত্যাশীরা এই সময়ের মধ্যে www.dshe.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন।

যেসব শর্ত মানতে হবে : বদলিপ্রত্যাশীদের অবশ্যই মনে রাখতে হবে যে অনলাইনে আবেদন করার সময় পারস্পরিক বদলির সম্মতিপত্র, জাতীয় পরিচয়পত্র এবং এনটিআরসিএর সুপারিশপত্র সংযুক্ত করতে হবে।

এ বিষয়ে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের ১ আগস্টের এক চিঠিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন ‘বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত শিক্ষকদের পারস্পরিক বদলি সংক্রান্ত নীতিমালা-২০২৪’ জারি করা হয়।

নীতিমালার অনুচ্ছেদ ৩-এ বলা হয়েছে, এনটিআরসিএর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য এ নীতিমালা প্রযোজ্য হবে এবং অনুচ্ছেদ ৪-এ বদলির সাধারণ শর্তাবলিতে উল্লেখ করা হয়, শুধু সমপদে কর্মরত দুজন শিক্ষকের লিখিত সম্মতিপত্রসহ পারস্পরিক বদলির অবেদনই বিবেচনা করা হবে।

চাকরির আবেদনে উল্লিখিত নিজ জেলা ছাড়া অন্য জেলায় বদলির জন্য আবেদন করা যাবে না। তবে নারীরা স্বামীর জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন।

বদলিপ্রত্যাশী শিক্ষকের চাকরি দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করা যাবে। অসম্পূর্ণ বা ভুল তথ্য সংবলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না এবং চাকরিজীবনে একবার বদলি হওয়ার সুযোগ থাকবে।

অনলাইনে আবেদন করার সময় অবশ্যই এ-সম্পর্কিত নির্দেশিকা ভালো করে পড়ে আবেদন করার জন্য অনুরোধ করেছে অধিদফতর। গত ১১ আগস্ট এমপিওভুক্ত শিক্ষকদের পারস্পরিক বদলির নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!