AB Bank
ঢাকা রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ২৮ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৭৬৪ জনকে নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড


Ekushey Sangbad
চাকরি ডেস্ক
০১:৩৬ পিএম, ১২ জানুয়ারি, ২০২৫
৭৬৪ জনকে নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) অধীনে বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিটিতে ‘শিক্ষানবিশ লাইনম্যান’ পদে ৭৬৪ জনকে নিয়োগ দেওয়া হবে। এসএসসি পাসে চাকরি প্রার্থীদের আবেদনের বড় সুযোগ। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফরম স্বহস্তে পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)

পদের বিবরণ

চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: পুরুষ
কর্মস্থল: যে কোনো স্থান

বয়স: ২৬ জানুয়ারি ২০২৫ তারিখে ১৮-২১ বছর। পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত প্রয়োজনীয় মিটার রিডার কাম মেসেঞ্জারদের শিক্ষানবিশ লাইনম্যান হিসেবে নিয়োগের ক্ষেত্রে বয়স ১৮ থেকে সর্বোচ্চ ২১ বছর হতে হবে।

 

আবেদনপত্র সংগ্রহ: আগ্রহীরা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) এর থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। অথবা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট থেকেও আবেদনপত্র সংগ্রহ করা যাবে। ফরমটি আবেদনকারীকে স্বহস্তে পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান পরীক্ষার মূল/সাময়িক সনদপত্রের (মার্কশিট/প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়) ফটোকপি, নাগরিকত্ব সনদের ফটোকপি ও সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে।

 

আবেদন ফি: ৫০ টাকা মূল্যমানের ক্রসড পোস্টাল অর্ডার/পে-অর্ডার/ব্যাংক ড্রাফট সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজারের (বিজ্ঞপ্তিতে ১৩ নম্বরে উল্লিখিত নিজ জেলার সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি) অনুকূলে জমা দিতে হবে। টাকা জমার রশিদ আবেদনপত্রের সঙ্গে অবশ্যই যুক্ত করতে হবে।

 

শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের তারিখ: ২৬ জানুয়ারি ২০২৫ তারিখ সকাল ৯টায় বিজ্ঞপ্তিতে উল্লিখিত নিজ জেলার পার্শ্বে বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে স্বহস্তে পূরণকৃত আবেদনপত্র ও কাগজপত্রসহ শারীরিক পরীক্ষায় উপস্থিত হতে হবে।

 

একুশে সংবাদ//জা.নি//র.ন

Link copied!