AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুলাই, ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
আজকের জানা-অজানা

শয়তানের সাগর : আকাশে ওড়ে না পাখিও


Ekushey Sangbad
জানা-অজানা ডেস্ক
০৫:২০ পিএম, ১১ জুন, ২০২৪
শয়তানের সাগর : আকাশে ওড়ে না পাখিও

                                                                            শয়তানের সাগর : আকাশে ওড়ে না পাখিও

নাম ‘শয়তানের সাগর’ ইংরেজিতে বলে ‘ডেভিল সি’। চমকে উঠলেন? ধারণা করছেন- ওখানে হয়তো শয়তানরা বাস করে। বিষয়টি আদতে তেমন নয়। ওই জায়গাটির নাম কাব্যিকভাবে দেয়া হয়েছে ‘শয়তানের সাগর’।

শয়তানের সাগরে ঘূর্ণি

এই এলাকাটি তার ভয়াবহতার জন্য এই কাব্যিক নাম পেয়েছে। প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই এলাকার সঠিক চিহ্ন কোনো মানচিত্রে না থাকলেও নাবিকরা তা এড়িয়ে চলার চেষ্টা করে। কিন্তু এর কারণ কী? কারণ হলো এখানে মৃত্যুপুরীর নীরবতা নেমে আসে। আর প্রায়ই ঝড় হয়ে থাকে। এই এলাকায় কোনো ডলফিন বা তিমি দেখা যায় না। এমনকি এখানকার আকাশে ওড়ে না কোনো পাখিও। 

শয়তানের সাগর

১৯৫০ সালের দিকে এখানে পাঁচ বছরের মধ্যে ৯টি জাহাজডুবি হয়। বিশেষজ্ঞদের মতে, এখানে সিসমিক যন্ত্রের ওঠানামা তীব্রভাবে হয়। সমুদ্রতল এখানে সুষ্ঠুভাবে গঠিত হয়নি ও প্রতিনিয়ত আগ্নেয় দ্বীপ গঠিত আর অদৃশ্য হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে জাহাজগুলোকেও নিয়ে যায়। 

তবে কিছু গবেষকের মতে, এখানে উচ্চমাত্রার সাইক্লোনই এখানকার রহস্যময় আর ভুতুড়ে পরিবেশের কারণ। প্রশান্ত মহাসাগরে এই অংশেই বারমুডা ট্রায়াঙ্গাল।

গ্রন্থনা : শাহ আলম ডাকুয়া

 

Link copied!