AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
জানা-অজানা

গরমে মাথার চুল দ্রুত বাড়ে কেন?


Ekushey Sangbad
শাহ আলম ডাকুয়া
০৩:০১ পিএম, ১১ জুলাই, ২০২৪
গরমে মাথার চুল দ্রুত বাড়ে কেন?

                                                গ্রীষ্মকালে মাথার চুল দ্রুত বাড়ে কেন?

মাথার চুল নিয়ে পৃথিবীর মানুষের চিন্তার আর শেষ নেই। কারো চুল পড়ে যাচ্ছে। কারো চুল অকালে পেকে যাচ্ছে। আবার যারা তরুণ তারা নিজেদের চুল পরিপাটি রাখার জন্য কতই না কৌশল করছে। ভালবাসার লোকের কাছে নিজেকে উপস্থাপনের ক্ষেত্রে মাথার পরিপাটি চুল অনেকটা দাপুটে ভূমিকা রাখে।


অনেকেই জানেন না-শীতকালে চুল কম বৃদ্ধি পায় আর গ্রীষ্ষকালে (গরমকালে) চুল একটু দ্রুত বৃদ্ধি পায়। বৈজ্ঞানিকদের ধারণা শীতকালের চেয়ে গ্রীষ্মকালে চুল প্রায় ১০% বেশি বৃদ্ধি পায়।
প্রশ্ন হলো কেন গ্রীষ্মকালে চুলের বৃদ্ধি বেশি হয়?


চুল বৃদ্ধি পাওয়ার নানা কারণ রয়েছে। গ্রীষ্মকালে চুল বৃদ্ধি পাওয়ার অনেক কারণের মধ্যে অন্যতম হলো ‘ভিটামিন-ডি’র প্রভাব। গ্রীষ্মকালে সূর্যের তাপ থাকে বেশি।

মানুষ কোনো না কারণে বাহিরে বের হয়। ওই সময় সূর্যের কিরণ থেকে ভিটামিন ডি গ্রহণ করে মানুষের ত্বক, চুলের ফলিকল। ভিটাডিমন ডির প্রভাবে চুলের গোড়ার কোষগুলোও উত্তেজিত হয়।

সূর্য

 কিন্তু শীতকারে সূর্যের তাপ কম থাকে। মানুষের শরীর তখন সূর্য থেকে কম ভিটামিন ডি পায়। মোট কথা-গ্রীষ্মকালে সূর্য থেকে বেশি ভিটামিন গ্রহণের ফলে চুলের বৃদ্ধি বেশি ঘটে শীতকালের চেয়ে।

একুশে সংবাদ/এসএডি

 

Link copied!