AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বারান্দার রোদেলা কর্নারে রাখবেন যেসব গাছ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:১১ পিএম, ৭ এপ্রিল, ২০২৫
বারান্দার রোদেলা কর্নারে রাখবেন যেসব গাছ

গরমের দিনে বারান্দার গাছগুলোর যত্ন নিতে কিছু পরিবর্তন আনতে হবে, বিশেষত কড়া রোদের মধ্যে। কিছু গাছ রোদ সহ্য করতে পারে এবং সেগুলোর যত্ন নিতে খুব বেশি পরিশ্রমের প্রয়োজন হয় না। তাই গ্রীষ্মকালে আপনার বারান্দার রোদেলা কর্নারে রাখতে পারেন এমন গাছগুলোর মধ্যে কিছু উল্লেখযোগ্য গাছ হলো:

  • স্নেক প্ল্যান্ট

রোদ ও কম পানি সহ্য করতে পারে। মাটি শুকালেই পানি দিতে হবে, তবে অতিরিক্ত পানি না দেওয়া ভালো।

  • অ্যালোভেরা

রোদে দ্রুত বাড়ে এবং কম পানি লাগে। এক সপ্তাহে একবার পানি দিলে চলে, তবে মাটি শুকালে সামান্য পানি দিতে পারেন।

  • ক্রোটন

রোদে আরো রঙিন হয়, এবং বাড়ির সৌন্দর্য বাড়ায়। মাটি সামান্য ভেজা রাখতে হবে।

  • জেড প্ল্যান্ট

ক্যাকটাসের মতো রোদ সহিষ্ণু এবং মাটি শুকালে পানি দিতে হয়।

  • অ্যাগ্লোনিমা

কম আলোতেও টিকে থাকে, তবে রোদে দ্রুত বাড়ে। পানি দিতে হলে মাটি শুকিয়ে গেলে দিতে হবে।

  • পথোস

রোদ ও ছায়া, উভয় জায়গায় ভালোভাবে বেড়ে ওঠে। নিয়মিত পানি না দেওয়াই ভালো, মাটি শুকালেই পানি দিতে হবে।

  • স্পাইডার প্ল্যান্ট

রোদেও ভালোভাবে বাড়ে এবং বাতাস ফিল্টার করে। মাটি ভেজা রাখতে হবে।

  • তুলসী

রোদে ভালোভাবে বাড়ে এবং আয়ূর্বেদিক গুণাগুণ সম্পন্ন। প্রতিদিন ৬-৮ ঘণ্টা রোদ চাই।

  • ক্যাকটাস ও সাকুলেন্ট

রোদ ও খরা সহ্য করতে পারে, খুব কম যত্নে টিকে থাকে। তবে পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এই গাছগুলো গ্রীষ্মে বারান্দায় রাখতে হলে প্রয়োজনীয় যত্ন ও অবস্থান পরিবর্তন করে, তারা সুন্দরভাবে বেড়ে উঠবে।

 

একুশে সংবাদ//এ.জে
 

Link copied!