AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাংবাদিক নাদিম হত্যার মূল আসামি বাবুর জামিন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:০৭ পিএম, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
সাংবাদিক নাদিম হত্যার মূল আসামি বাবুর জামিন

সংবাদ প্রকাশের জেরে জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের বহিষ্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আনোয়ারা শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর  হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

 

এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল আনোয়ারা শাজাহান বলেন, আমরা জামিনের বিরোধিতা করেছিলাম। এই মামলায় তিনজন আসামির ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, তারা সাংবাদিক নাদিমকে ইট দিয়ে মাথা থেতলে হত্যা করেছেন। চেয়ারম্যান বাবু সরাসরি হত্যাকাণ্ডে জড়িত নন। আদালত এই যুক্তিতে বাবুকে অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন। এই বিষয়ে অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে নোট দিয়েছি। ইতিমধ্যে জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হয়েছে।

 

গতকাল (সোমবার) বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ বাবুকে ৬ মাসের জামিন মঞ্জুর করেন। এ আদেশ গতকাল হলেও বিষয়টি আজই জানা গেছে।

 

উল্লেখ্য, গত ১৪ জুন রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে জামালপুরের বকশীগঞ্জ বাজারের পাথাটিয়া এলাকায় নাদিমের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার তার মৃত্যু হয়। এরপর নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মাহমুদুলকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২৫ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

 

একুশে সংবাদ/দ.র.প্র/জাহা

Link copied!