বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রায় প্রসঙ্গে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে অশালীন মন্তব্য করার ঘটনায় দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাঁকে লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।
আদালতের রায়ে, জাহাঙ্গীর আলমকে আগামী এক সপ্তাহের মধ্যে দিনাজপুরের আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। অন্যাথায় তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।
গত ৩ আগস্ট দিনাজপুর বিএনপি কার্যালয়ে দলের নেতাকর্মীদের প্রতিবাদ সভায় সুপ্রিমকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে ‘আপত্তিকর’ ও অশালীন মন্তব্য করেন মেয়র জাহাঙ্গীর আলম। বিষয়টি নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হলে মেয়রকে তলব করেন আপিল বিভাগ। এ ঘটনায় নিঃশর্ত ক্ষমা চেয়েছিলেন জাহাঙ্গীর আলম।
দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :