নিম্ন আদালতে আসামিদের জন্য স্থাপিত কাঠগড়ায় লোহার খাঁচা অপসারণ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
রোববার (১৫ অক্টোবর) রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। নোটিশটি আইন ও বিচার বিভাগের সচিব, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও পুলিশ মহাপরিদর্শককে পাঠানো হয়েছে।
নোটিশে আগামী চার সপ্তাহের মধ্যে লোহার খাঁচা অপসারণের অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, সংবিধানের ৩৫ (৫) অনুচ্ছেদ ও আন্তর্জাতিক বিধানাবলীতে বলা হয়েছে, কোনো ব্যক্তির সাথে নিষ্ঠুর, অমানুষিক বা লাঞ্ছনামূলক কোনো কাজ করা যাবে না। নিম্ন আদালতে কাঠগড়ায় লোহার খাঁচার মাধ্যমে তেমনটিই করা হয়েছে।
অবিলম্বে লোহার খাঁচা অপসারণ করে সেখানে কাঠগড়া স্থাপন করা দরকার বলেও নোটিশে বলা হয়েছে।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :