নৌপরিবহন অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী একেএম ফখরুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে সাড়ে তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সংস্থাটির উপ-পরিচালক মাসুদুর রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন।
দুদকের সম্পদ বিবরণী দাখিল করার পরে দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে ফখরুলের স্থাবর-অস্থাবর অবৈধ সম্পদ।
তথ্য বলছে, ক্ষমতার অপব্যবহার করে তিন কোটি ৬৯ লাখ অবৈধ সম্পদ অর্জন করেছেন তিনি।
পরবর্তীতে ওই সম্পদ স্ত্রী মোহসিনা ইসলামের নামে করে দেয় ফখরুল।
২০১৭ সালের ১৮ জুলাই আলোচিত ফখরুলকে মতিঝিল নৌ অধিদপ্তরের অফিস থেকে ৫ লাখ টাকা ঘুষ গ্রহণকালে হাতেনাতে গ্রেপ্তার করে দুদক।
একুশে সংবাদ/ন.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :