AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রধান বিচারপতির শ্রদ্ধা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:২০ এএম, ১৪ ডিসেম্বর, ২০২৩
শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রধান বিচারপতির শ্রদ্ধা

জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। 

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৬টা ২০ মিনিটে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এই শ্রদ্ধা জানান তিনি।

পরে জাতির সূর্য সন্তানদের প্রতি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের শেষে পুষ্পার্ঘ্য নিবেদন করেন সর্বস্তরের মানুষ।

শ্রদ্ধা জানান শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ছাড়া রাজধানীর স্কুল-কলেজের শিক্ষার্থীরা স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

১৯৭১ সালের এই দিনে এদেশের বরেণ্য গুণীজনদের হত্যা করে পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসররা। যাতে এদেশ কখনই মাথা তুলে দাঁড়াতে না পারে। সেই সঙ্গে সমৃদ্ধির আলোয় উদ্ভাসিত হতে না পারে।

পৈশাচিক হত্যাযজ্ঞের পর ঢাকার মিরপুর-রায়েবাজারসহ বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের লাশ ফেলে রাখে রাজাকার-আলবদররা। এদেশকে চিরতরে পঙ্গু করে দেয়াই ছিল তাদের লক্ষ্য। এই হত্যাকাণ্ড ছিল বিশ্বের ইতিহাসে জঘন্যতম বর্বরতার উদাহরণ।


একুশে সংবাদ/এসআর

Link copied!