AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিদেশি মদসহ গ্রেফতার দুই ভারতীয় নাগরিক কারাগারে


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৩:৩৪ পিএম, ২৫ ডিসেম্বর, ২০২৩
বিদেশি মদসহ গ্রেফতার দুই ভারতীয় নাগরিক কারাগারে

রাজধানীর হোটেল রেডিসন এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার দুই ভারতীয় নাগরিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৫ ডিসেম্বর) তাদের আদালতে উপস্থিত করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আবেদন মঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- অমিত কুমার সাউ ও মোঃ আসফাক।

মামলার সূত্রে জানা যায়, কয়েকজন ব্যক্তি বিদেশি মদসহ হোটেল রেডিসন এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অভিযানে ৪০ বোতল বিদেশি মদসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় অমিতের কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট ও আসফাকের কাছ থেকে একটি ভারতীয় আধার কার্ড উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ভারতের পশ্চিমবঙ্গ ও কলকাতা থেকে মদ সংগ্রহ করে ট্রেনে বাংলাদেশে এনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো বলে এজাহারে উল্লেখ করেছে পুলিশ। তাদের কাছে থাকা বিদেশি মদের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারে নাই।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির ক্যান্টনমেন্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

 

একুশে সংবাদ/ব.স.প্র/জাহা

Link copied!