AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাজা শেষের পরও কারাগারে বন্দি গোবিন্দ উড়িয়াকে দ্রুত মুক্তির নির্দেশ


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০১:৩০ পিএম, ১৫ জানুয়ারি, ২০২৪
সাজা শেষের পরও কারাগারে বন্দি গোবিন্দ উড়িয়াকে দ্রুত মুক্তির নির্দেশ

সাজার মেয়াদ শেষের পরও মৌলভীবাজার কারাগারে আটকে থাকা গোবিন্দ উড়িয়াকে দ্রুত মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে সারাদেশের কারাগারগুলোতে সাজার মেয়াদ শেষের পরও থাকা বিদেশী বন্দিদের তালিকা দাখিল করতে আইজি প্রিজন্সকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৫ জানুয়ারি) বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ২ জানুয়ারি গোবিন্দ উড়িয়াকে ৭২ ঘণ্টার মধ্যে ভারতে ফেরত দিতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠায় আইনজীবী বিভূতি তরফদার। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে এ সমস্ত বিদেশি নাগরিকদের আইনি সহায়তা দিতে সেল গঠনের বিষয়ে ব্যবস্থা নেয়ারও কথা বলা হয়েছে।

লিগ্যাল নোটিশে বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, আইন সচিব, আইজি প্রিজন্স, জেলার মৌলভীবাজার, জেলা প্রশাসক মৌলভী বাজারকে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়েছে।

সম্প্রতি বাংলাদেশের কারাগারে থাকা ভারতীয় কিশোর রোহিদাস মুক্তি পেয়ে ভারতে যায় এক গণমাধ্যমের সূত্র ধরে। এরপরই আরেক যুবকের সন্ধান পায় গণমাধ্যমটি। যে কি না সাজার মেয়াদ শেষের পরও ২ বছর ধরে কারাগারে আটকে আছে। গত ২৮ ডিসেম্বর গোবিন্দ উড়িয়াকে নিয়ে সংবাদ প্রচার করেগণমাধ্যমটি।


একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা

 

Link copied!