মাথায় ইট পড়ে নিহত বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক দিপু সানার পরিবারকে আগামী ৭ দিনের মধ্যে ১০ কোটি টাকা ক্ষতি পূরণ দিতে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। নোটিশে সচিব সড়ক ও সেতু বিভাগ, সচিব অর্থ বিভাগ, সচিব আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, সচিব স্বরাষ্ট্রমন্ত্রণালয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, ঢাকার জেলা প্রশাসক ও ডিএমপি কমিশনারকে বিবাদী করা হয়েছে।
আইনজীবী মোহাম্মদ ছফওয়ান করিম জনস্বার্থে এ লিগ্যাল নোটিশ পাঠান।
এতে বলা হয়, এই ঘটনায় বিবাদীদের ব্যর্থতা রয়েছে, তাই দিপু সানার পরিববারকে ১০ কোটি টাকা ৭ দিনের মধ্যে দিতে হবে। না হলে আইনি ব্যবস্থা নেবেন তিনি। একই সঙ্গে দায়ীদের গ্রেপ্তারেরও আহ্বান জানানো হয়।
প্রসঙ্গত, গত ১০ জানুয়ারি রাতে রাজধানীর মৌচাক এলাকার ফখরুদ্দিন রেস্টুরেন্টের পাশে নির্মাণাধীন একটি ভবন থেকে দিপু সানার মাথার ওপর ইট পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) তার মৃত্যুর ঘটনায় রমনা থানায় মামলা করেছে পরিবার।
দিপুর সানার বাড়ি খুলনার পাইকগাছা থানার সোলদানা গ্রামে। তার বাবার নাম তপন কুমার সানা। স্বামী সফটওয়্যার ইঞ্জিনিয়ার তরুণ কুমার বিশ্বাস ও তিন বছরের ছেলে নিশিরাজ বিশ্বাসকে নিয়ে মগবাজার গাবতলা এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন তিনি। ২০১৭ সালে বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তা হিসেবে যোগ দেন দিপু সানা। পরে সহকারী পরিচালক হন।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :