ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক লাখ ডলারসহ গ্রেপ্তার বাংলাদেশি বংশোদ্ভূত দুই মার্কিন নাগরিককে দুইদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
শনিবার (২৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন তাদের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে জেলগেটে দুদিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
এই দুই মার্কিন নাগরিক হলেন মোহাম্মদ রেজাউল করিম ও মোহাম্মদ জসিম উদ্দিন খান।
অপরদিকে, আসামিদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন তাদের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
এর আগে শুক্রবার (২৬ জানুয়ারি) বিমানবন্দরের ৫ নম্বর আইএনএস গেটের স্ক্যানিং থেকে অ্যাভিয়েশন সিকিউরিটির (এভসেক) হাতে ১ লাখ মার্কিন ডলারসহ আটক হন বাংলাদেশি বংশোদ্ভূত দুই নাগরিক মোহাম্মদ জসিম উদ্দিন (৩৯) ও মোহাম্মদ রেজাউল (৫৯)। তাদের এসব ডলার বহনের কোনো অনুমতি ছিল না। পরে অ্যাভিয়েশন সিকিউরিটি আইনানুগ ব্যবস্থা নিতে আটক ব্যক্তিদের কাস্টমসের কাছে হস্তান্তর করে।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :