রাজধানীর সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদফতরের জমা দেয়া তদন্ত প্রতিবেদনে যে সুপারিশ করা হয়েছে, তা হাস্যকর বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। এসময় আদালত বলেন, আয়ানের মৃত্যুর তদন্ত রিপোর্টে করা স্বাস্থ্য অধিদফতরের সুপারিশগুলো হাস্যকর। এটা একপ্রকার আইওয়াশ।
সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে আয়ানের মৃত্যু নিয়ে তদন্ত প্রতিবেদনের উপর শুনানি শুরু হলে বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
এ সময় শিশু আয়ান আহমেদের মৃত্যু নিয়ে তদন্ত প্রতিবেদনের ওপর শুনানি শুরু হলে হাইকোর্টের বিচারপতি জানতে চান এই তদন্ত প্রতিবেদনে সুরতহাল রিপোর্ট নেই কেনো। সে সাথে জানতে চান পোস্টমর্টেম বা ময়না তদন্ত করছে কি না?
এর আগে রোববার (২৮ জানুয়ারি) আয়ানের মৃত্যু নিয়ে ১৫ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করে স্বাস্থ্য অধিদপ্তর।
এর আগে গত ২২ জানুয়ারি শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন বৃহস্পতিবার দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এই প্রতিবেদন দাখিল করতে বলা হয়। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গত ৩১ ডিসেম্বর রাজধানীর বাড্ডার সাতারকুল ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খতনার জন্য অজ্ঞান করা হয় শিশু আয়ানকে, এরপর জ্ঞান ফেরায় তাকে নেয়া হয় ইউনাইটেড হাসপাতালের গুলশান শাখায়। সেখানে টানা ৭ দিন লাইফ সাপোর্টে রাখার পর মারা যায় শিশু আয়ান।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :