শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় মঙ্গলবার (১৬ এপ্রিল) স্থায়ী জামিন চাইবেন নোবেল জয়ী ড. মুহাম্মাদ ইউনূস।
সোমবার (১৫ এপ্রিল) ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন চাইবেন ড. ইউনূস। এদিন তার সাজার বিরুদ্ধে আপিল শুনানি হবে শ্রম আপিল ট্রাইব্যুনালে।
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলার রায় চ্যালেঞ্জ করে গত ২৮ জানুয়ারি ড. ইউনূসসহ চারজনকে জামিন দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। একইসঙ্গে আপিল শুনানির জন্য গ্রহণ করেন আদালত। সেদিন শ্রম আদালতের দেয়া সাজা স্থগিত করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।
এর আগে গত ১ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ড. ইউনূসকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। তবে আপিল করার শর্তে ইউনূসসহ আসামিদের ১ মাসের জামিন দেয়া হয়।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :