গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করফাঁকির মামলা হাইকোর্টে শুনানির জন্য বিচারপতি মো. খুরশীদ আলম সরকারের বেঞ্চে পাঠানো হয়েছে। মঙ্গলবার ২৩ এপ্রিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ লিখিত আদেশ প্রকাশ করেন।
এ বছরের ১১ মার্চ এ মামলা তিন মাসের মধ্যে হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ নির্দেশ দেন।
গত ৩ মার্চ আদালতে হাজির হয়ে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন অধ্যাপক ইউনূস। ঐদিন ইউনূসসহ চার আসামির জামিনের মেয়াদ বৃদ্ধির আদেশ দিলেও কতদিন বাড়ানো হবে তা লিখিত আদেশে জানানো হবে উল্লেখ করেন আদালত।
গত বছরের ২৫ জুলাইয়ে সর্বোচ্চ আদালতের নির্দেশে কোষাগারে বকেয়া দানকর বাবদ ১২ কোটি ৪৬ লাখ ৭২ হাজার টাকা জমা দেন এই নোবেলজয়ী। সাউথইস্ট ব্যাংকে পে-অর্ডারের মাধ্যমে এই অর্থ পরিশোধ করেন তিনি। সবশেষ রোববার ২০১১ থেকে ২০১৩ অর্থবছরের কর বাবদ আরও ৫৪ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন তিনি।
একুশে সংবাদ/এন.টি./ এএসডি
আপনার মতামত লিখুন :