বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) অধীনে সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্নফাসে প্রতিষ্ঠানটির তিন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৭ জনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। এদের মধ্যে পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ সাতজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন।
মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে আলাদা সাত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাদের জবানবন্দি রেকর্ড করছেন বলে সূত্রে জানা গেছে।
এর আগে আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা সাত জনের জবানবন্দির আবেদন করেন।
আরও যাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন, পিএসসির অফিস সহায়ক খলিলুর রহমান, অফিস সহায়ক (ডিসপাস) সাজেদুল ইসলাম, ব্যবসায়ী আবু সোলায়মান মো. সোহেল, ব্যবসায়ী সহোদর সাখাওয়াত হোসেন ও সায়েম হোসেন।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :