আওয়ামী লীগ সরকারের শীর্ষ আইন কর্মকর্তা (অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল) এ এম আমিন উদ্দিন পদত্যাগ করেছেন। বুধবার রাষ্ট্রপতি বরাবার তিনি তার পদত্যাগপত্র পাঠিয়ে দেন। পদত্যাগের কারণ ‘ব্যক্তিগত’ বলে উল্লেখ করেছেন।
এর আগে ২০২১ সালের ২৪ জানুয়ারি সুপ্রিম কোর্টের আওয়ামীলীগপন্থি আইনজীবী এ এম আমিন উদ্দিনকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেন তৎকালিন রাষ্ট্রপতি।
এদিকে আওয়ামীলীগ সরকারের পক্ষ নিয়ে উচ্চ আদালতেক আইনি লড়াই পরিচালনাকারী প্রধান আইন কর্মকর্তাসহ বেশ ক’জন আইন কর্মকর্তা পদত্যাগ করছেন মর্মে গুঞ্জণ ছড়িয়ে পড়েছে মঙ্গলবার। আজ-কালের মধ্যেই তারা প্রেসিডেন্ট বরাবর পদত্যাগপত্র পাঠাবেন। এর মধ্যে অ্যাটর্নি জেনারেল এএম আমিনউদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনীর, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরীসহ অন্তত ১৩ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ৯ সহকারি অ্যাটর্নি জেনারেল রয়েছেন।
অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন ২০২০ সালের ৮ অক্টোবর দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন। দুই সরকার মিলিয়ে চার বছরেরও বেশি সময় ধরে তিনি অকুন্ঠচিত্তে আওয়ামী লীগ সরকারকে আইনি সেবা দিয়ে গেছেন।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :