সাবেক মেয়র সাঈদ খোকন ও তার স্ত্রীর বিরুদ্ধে পত্রিকায় প্রকাশিত অভিযোগ অনুসন্ধান করতে দুদকে আবেদন করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান দুদক চেয়ারম্যান বরাবর এ আবেদন করেন।
এতে বলা হয়েছে, গত ০৮ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় `সাঈদ খোকন ও তার স্ত্রীর সম্পদ ২৩৮ কোটি টাকা` শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। অত্যন্ত দুঃখের বিষয় জাতীয় দৈনিকের পাতাজুড়ে সংবাদ প্রকাশিত হওয়ার পরও অনুসন্ধানের জন্য যথাযথ কর্তৃপক্ষ কোনো উদ্যোগ গ্রহণ করে নাই, যা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেমন দুর্নীতিদমন কমিশনের মতো প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস ক্ষুণ্ন করে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং রাজনীতিকে জনগণ অর্থ উপার্জনের হাতিয়ার মনে করে।
অতএব উক্ত বিষয়ে যথাযথ অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :