AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিতর্কিত রায়ে বাবার ফাঁসি, সত্য বের করবো: ফজলুল কাদের চৌধুরী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৩০ পিএম, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
বিতর্কিত রায়ে বাবার ফাঁসি, সত্য বের করবো: ফজলুল কাদের চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায়ের বিষয়ে রিভিউ আবেদন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর বড় ছেলে। যদিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পর সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

সালাউদ্দিন কাদের চৌধুরীর বড় ছেলে ফজলুল কাদের চৌধুরী (ফাইয়াজ) বলেন, আমার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ডের রায় দিয়ে ফাঁসি কার্যকরের বিরুদ্ধে আবেদন করবো।

তিনি আরও বলেন, ফাঁসির রায় ও দণ্ড নিয়ে আমরা অবশ্যই আইনগত রিভিউতে যাবো। এটার যে সত্য, সেই কথাটা বের হয়ে যেন আসে। ফাইয়াজ বলেন, আমরা নিজেরা কাজ শুরু করেছি। সরকারের সঙ্গেও বসবো। একটা সিদ্ধান্তে যাবো, কীভাবে করলে ভালো হয়। আমরা লিগ্যাল ওয়েতে যা কিছু করার তাই করবো।

২০১৫ সালের ২২ নভেম্বর রাতে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মত্যুদণ্ড কার্যকর হয়। একই দিনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ডও কার্যকর করা হয়।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!