হত্যা, বোমা বিস্ফোরণ ও ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় ঠাকুরগাঁও-১ আসনের সাবেক এমপি ও সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক নিত্যানন্দ সরকার জামিন নামঞ্জুর করেন।
এ সময় আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু জানান, যে হত্যা মামলা করা হয়েছে তা হচ্ছে আগুনে পুড়ে মারা যাওয়ার। তবে দুটি মামলায় পূর্ণ গ্রেফতার দেখিয়ে বিচারক জামিন নামঞ্জুর করেন। তবে এ মামলায় রমেশ চন্দ্র সেন কোনোভাবেই জড়িত ছিলেন না।
এর আগে গেল ১৬ আগস্ট রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া নিজ বাসভবন থেকে সাবেক এমপি রমেশ চন্দ্র সেনকে গ্রেফতার করে পুলিশ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :