AB Bank
ঢাকা সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৫ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আইনজীবী জেড আই খান পান্নার হাইকোর্টে আগাম জামিন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৫১ এএম, ২১ অক্টোবর, ২০২৪
আইনজীবী জেড আই খান পান্নার হাইকোর্টে আগাম জামিন

হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। এ মামলার পুলিশ প্রতিবেদন পর্যন্ত তাঁকে জামিন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা। আজ সোমবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাঁকে জামিন দেন।

আদালতে জেড আই খান পান্নার পক্ষে শুনানি করেন, জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, শাহদীন মালিক, আইনজীবী আলী আহমেদ খোকনসহ আরো অনেকে।

আইনজীবী আহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘এই মামলাটি হয়রানীর জন্যই করা হয়েছে। অতি উৎসাহী ব্যক্তি এটা করেছেন। এ ধরনের মামলা করার ক্ষেত্রে এবং মামলা নেওয়ার ক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে। যাই হোক, রাষ্ট্রপক্ষ থেকে জেড আই খান পান্নার আগাম জামিনের ব্যপারে কোনো আপত্তি তোলা হয়নি। মামলার পুলিশ প্রতিবেদন পর্যন্ত উনাকে আগাম জামিন দেওয়া হয়েছে।’

জামিন পাওয়ার পর প্রতিক্রিয়া জানতে চাইলে জেড আই খান পান্না বলেন, ‘আমার বিবেক বা মুখ বন্ধ করার জন্যে হয়তো এই হত্যাচেষ্টা মামলা দেওয়া হয়েছে। তবে আমি মরে গেলেও আমার বিবেক বা মুখ বন্ধ হবে না। এটা আপনারা লিখে রাখেন।

তিনি আরো বলেন, ‘আমি এমন কোনো কাজ করিনি যে আমার নামে মামলা দেওয়া হবে। রাজনৈতিক মামলা হলে মেনে নিতাম। সেখানে আমার আপত্তি ছিল না, জীবনে অনেক মামলা খেয়েছি। তবে একটা হত্যা চেষ্টার মামলা তাও মেরাদিয়ায়; সেটা কোথায় আমি জানি না। ওখানে কখনো যাইওনি। এটা আমাকে কষ্ট দিয়েছে।’

প্রবীণ এই আইনজীবী বলেন, ‘আজ একটি পত্রিকায় দেখলাম, বাদি বলেছেন সে আমাকে চেনেই না। তাহলে এই মামলা কেন, আমার বিবেক বা মুখ বন্ধ করার জন্যে হয়তো। তবে আমি মরে গেলেও আমার বিবেক বা মুখ বন্ধ হবে না।’

গত ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় আহাদুল ইসলাম নামে একজনকে গুলি ও মারধর করে হত্যাচেষ্টার অভিযোগে গত ১৭ অক্টোবর রাজধানীর খিলগাঁও থানায় এই মামলা হয়। মামলাটি করেন আহাদুলের বাবা মো. বাকের। এ মামলায় আসামি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ ১৮০ জনের নাম উল্লেখ করা হয়েছে। আইনজীবী জেড আই খান পান্না এ মামলার ৯৪ নম্বর আসামি।

 

 

একুশে সংবাদ/এনএস

 

Link copied!