AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রিমান্ড শেষে মঈন আবদুল্লাহ কারাগারে


Ekushey Sangbad
বরিশাল জেলা প্রতিনিধি
০২:২৬ পিএম, ২৮ নভেম্বর, ২০২৪
রিমান্ড শেষে মঈন আবদুল্লাহ কারাগারে

বরিশাল সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মঈন আব্দুল্লাহকে রিমান্ড শেষে জেলহাজতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে তাকে বরিশাল মেট্রোপলিটন আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিচারক নূরুল আমিন তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বরিশালে বিএনপির শোক মিছিলে হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের পৃথক দুই মামলায় মঈন আব্দুল্লাহর দুদিন করে চার দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

বিএনপিপন্থী আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাড. হাফিজ আহমেদ বাবলু জানান, মঈন আব্দুল্লাহকে চার দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছিল। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের আগে নগরীর চৌমাথা এলাকায় বিএনপির শোক মিছিলে হামলা ও নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক দুটি মামলা করেন মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার। উক্ত দুটি মামলায় মঈন আব্দুল্লাহকে রিমান্ডে দেয়া হয়।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!