AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাবেক ছাত্রলীগ নেত্রী নিশি ২ দিনের রিমান্ডে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:০৩ পিএম, ১৪ জানুয়ারি, ২০২৫
সাবেক ছাত্রলীগ নেত্রী নিশি ২ দিনের রিমান্ডে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে করা শাহবাগ থানার হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি. এম. ফারহান ইশতিয়াক এই আদেশ দেন। এদিন নিশিকে আদালতে হাজির করে ডিবি পুলিশের রমনা জোনাল টিমের উপপরিদর্শক ইরফান খান দশ দিনের রিমান্ড আবেদন করেন।

আসামি পক্ষের আইনজীবী এম. নোমান হোসেন তালুকদার রিমান্ড বাতিলের জন্য আবেদন করেন, তবে রাষ্ট্রপক্ষে আইনজীবী ওমর ফারুক ফারুকী এই আবেদনটির বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামি বেনজীর হোসেন নিশির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড বাতিল চেয়ে শুনানিতে আসামি পক্ষের আইনজীবী বলেন, ‘২০২২ সালে ছাত্রলীগের পদ থেকে তিনি সরে এসেছেন। এরপর থেকে তিনি আরও কোন রাজনীতির সাথে নিজেকে জড়ায়নি। গত দুইদিন আগে সাতক্ষীরা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত ৩৬ ঘণ্টা পুলিশের হেফাজতে ছিলেন। একজন নারী আসামি বিবেচনায় তাঁকে সাতক্ষীরা কোর্টে নিতে পারতেন। কিন্তু তা না করে ৩৬ ঘণ্টা পর তাঁকে ঢাকার আদালতে আনা হয়েছে। ৩৬ ঘণ্টা হেফাজতে থাকায় আর জিজ্ঞেসাবাদ করার কিছুই থাকে না। নারী আসামি বিবেচনায় প্রয়োজনে তাঁকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিতে পারেন।’

এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানিতে বলেন, ‘এই আসামির নির্দেশে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। এই আসামি ইন্ধনে শিক্ষার্থীরা গুরুতর আহত হয়েছে। ঘটনার সিসি ক্যামেরায় তাঁকে দেখে গেছে। এর পেছনে আরও কারা কারা জড়িত রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তা বাহির হয়ে আসবে। আসামির দশ দিনের রিমান্ডের প্রার্থনা করছি।’

উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ১২ জানুয়ারি সাতক্ষীরা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
 

একুশে সংবাদ/ই.ট/এনএস

Link copied!