AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রিমান্ড শেষে কারাগারে ছাত্রলীগ নেত্রী নিশি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৩৬ পিএম, ১৬ জানুয়ারি, ২০২৫
রিমান্ড শেষে কারাগারে ছাত্রলীগ নেত্রী নিশি

ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী বেনজীর হোসেন নিশিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান তার বিরুদ্ধে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, দুই দিনের রিমান্ড শেষে আসামি নিশিকে আদালতে হাজির করা হয় এবং মামলার তদন্ত কর্মকর্তা তার কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে, আসামির পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত নিশিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সাতক্ষীরা থেকে গত ১২ জানুয়ারি নিশিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর গত ১৪ জানুয়ারি তার দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত।

জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেন। এতে তিন শতাধিক শিক্ষার্থী আহত হন।

এ ঘটনায় গত ২৮ অক্টোবর হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহিরুল হক হলের শিক্ষার্থী আরমান হোসাইন। মামলায় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে প্রধান আসামি করে মোট ২২০ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়। এই মামলায় ২১০ নম্বর আসামি নিশি।

 

একুশে সংবাদ/আ.ট/এনএস

Link copied!