AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পলকের স্থাবর-অস্থাবর সম্পদ জব্দের আদেশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:১০ পিএম, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
পলকের স্থাবর-অস্থাবর সম্পদ জব্দের আদেশ

সাবেক আ. লীগ সরকারের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্থাবর-অস্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে এ আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব।

আবেদনে বলা হয়েছে, নাটোর-৩ আসনের সাবেক এমপি ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। পলকের নামে সম্পদ অন্যত্র স্থানান্তর বা হস্তান্তর এবং মালিকানা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার নামের অর্জিত সম্পদ অবরুদ্ধ করা দরকার।

জব্দাদেশ হওয়া পলকের স্থাবর সম্পদের মধ্যে রয়েছে, ১৫ দশমিক ১৫ একর সম্পদ। এর মধ্যে নাটোরের সিংড়া উপজেলায় মোট ১৪ দশমিক ৯৮৫ একর জমি, দুটি বিল্ডিং ও চারটি দোকান রয়েছে। তার ছেলে অপূর্ব জুনাইদের নামে চার লাখ ৮৭ হাজার ৩৬৫ টাকার ৬ শতক জমি রয়েছে। এছাড়া ৩৫ লাখ টাকার পূর্বাঞ্চলে ১০ কাঠা জমি আছে।

অস্থাবর সম্পদের মধ্যে পলকের ১২টি ব্যাংক হিসাবের মধ্যে ২ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৬১৭ টাকা, তার ছেলে অপূর্ব জুনাইদের দুইটি ব্যাংক হিসাবে ৫৫ লাখ ৩৭ হাজার ১১৭ টাকা এবং তার শাশুড়ি লাইলা জেসমিনের চারটি ব্যাংক হিসাবে এক কোটি ৮৩ লাখ ২০৩ টাকা রয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!