আগামী মার্চেই শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের আশা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
তিনি বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত প্রতিবেদন আগামী মার্চের মধ্যেই দাখিল করা সম্ভব হতে পারে। অবশ্য, এটা কোনো ফাইনাল টাইমলাইন নয় বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুটি মামলার শুনানি শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এমন তথ্য জানান চিফ প্রসিকিউটর।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, তদন্ত প্রতিবেদনের বর্তমান স্ট্যাটাস, অর্থাৎ কোন পর্যায়ে তদন্তটা আছে, সেটা আদালতে বলেছি। আমরা আশা করি আগামী মাসের মধ্যে বিশেষ করে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ, সেটার তদন্ত প্রতিবেদন দাখিল করা সম্ভব হতে পারে বলে আশা করছি। তবে, এটা কোনো ফাইনাল টাইমলাইন নয়।
তাজুল ইসলাম বলেন, আমরা তদন্তের একটা চূড়ান্ত পর্যায়ে আছি। আশা করছি খুব দ্রুত রিপোর্টগুলো আমাদের হাতে চলে আসবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা চালানোর অপরাধে অভিযুক্তদের বিচার হবে সংশোধিত এ আইনে। আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করা শেখ হাসিনার পাশাপাশি বিচারের মুখোমুখি হচ্ছেন তার মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টা, ১৪ দলীয় জোটের শীর্ষ নেতা, সাবেক সচিব, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি, শীর্ষ পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
বিচারে সংশোধিত অধ্যাদেশে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে বলে গণ্য করা হয়। এছাড়া, প্রথমবারের মতো গুমের অভিযোগও বিচারের আওতায় আনা হয়েছে। এরই মধ্যে শেখ হাসিনাসহ প্রায় ৪৬ জনের বিরুদ্ধে পৃথক মামলা করেছে প্রসিকিউশন।
একুশে সংবাদ//কা.ক//র.ন
আপনার মতামত লিখুন :