ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের চেয়ারম্যান মো. আইয়ুব আলী ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রিপন মিয়ার বিরুদ্ধে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে করা এক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার (৬ মার্চ) শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গত বছরের ১৩ আগস্ট অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ ও প্রতারণা করার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। ওইদিন বাদীর জবানবন্দি গ্রহণ করে আদালত। মামলাটির তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত ২৮ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ সত্যতা মর্মে তদন্ত প্রতিবেদন জমা দেন পিবিআই। ওইদিন পিবিআইয়ের দেওয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।
তিনি আরও বলেন, আজকে আসামিদের আদালতে উপস্থিত হওয়ার জন্য দিন ধার্য থাকলেও তারা উপস্থিত হয়নি। এজন্য বিজ্ঞ আদালত অসন্তুষ্ট হয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারির আদেশ দেন।
মামলার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৭ জুন ই কমার্স প্রতিষ্ঠান কিউকম ডট কম লিমিটেডের `বিগ বিলিয়ন রিটার্নের` ক্যাম্পেইন থেকে থ্রি এস কর্পোরেশনের বিডির মালিক মেহেদি হাসান ফয়সাল ৮২ লাখ ৪৪ হাজার ১৬০ টাকার মালামাল ক্রয় করেন। ২১ থেকে ২৫ কর্মদিবসের মধ্যে মালামাল প্রদানের সময় থাকলেও কিউকম ডটকম সরবরাহ করেনি। এ ঘটনায় গত ১৩ আগস্ট ২০২৪ সালে প্রতারণার অভিযোগে কিউকম ডটকমের চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে আদালতে মামলা করেন ভুক্তভোগী মেহেদি হাসান ফয়সাল।
একুশে সংবাদ/চ.ট/এনএস
আপনার মতামত লিখুন :