ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জারি করা একটি অফিস আদেশ স্থগিত করে হাইকোর্ট জানিয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তারে আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন নেই।
বুধবার (২৩ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে, গত ১০ এপ্রিল ডিএমপির যুগ্ম কমিশনার ফারুক হোসেন স্বাক্ষরিত এক আদেশে বলা হয়—বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলাগুলোর বেশিরভাগেই এজাহারভুক্ত আসামির সংখ্যা বেশি। এজাহারভুক্ত বা তদন্তে প্রাপ্ত আসামিদের গ্রেপ্তারের ক্ষেত্রে ভিকটিম, বাদী, সাক্ষীর বয়ান, ভিডিও ফুটেজ, কললিস্টসহ পর্যাপ্ত প্রমাণাদি দাখিল করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন হাইকোর্টে একটি রিট আবেদন করেন। শুনানি শেষে আদালত ডিএমপির অফিস আদেশটি স্থগিত করে এবং স্পষ্টভাবে জানায়, আসামি গ্রেপ্তারে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।
হাইকোর্টের এ আদেশ পুলিশের স্বাধীন তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি না করার দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।
একুশে সংবাদ// চ.ট//এ.জে
আপনার মতামত লিখুন :