AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এস আলম গ্রুপের ১,৩৬০ ব্যাংক হিসাব জব্দের আদেশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৪৩ পিএম, ২৭ এপ্রিল, ২০২৫

এস আলম গ্রুপের  ১,৩৬০ ব্যাংক হিসাব জব্দের আদেশ

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ১,৩৬০টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক আদালতে এ সংক্রান্ত আবেদন দাখিল করেন।

আবেদনে উল্লেখ করা হয়, মোহাম্মদ সাইফুল আলম ও তার সহযোগীরা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির বিভিন্ন শাখায় থাকা অর্থ স্থানান্তর বা অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত এসব সম্পদ রক্ষা করতে ব্যাংক হিসাবগুলো জব্দ করা জরুরি।

আদালত সূত্রে জানা যায়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১,৩৬০টি একাউন্টে প্রায় ২,৬১৯ কোটি টাকা রয়েছে, যা জব্দের আওতায় এসেছে।

এর আগে, গত ১৬ জানুয়ারি এস আলম গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৩,৫৬৩ কোটি ৮৪ লাখ ২১ হাজার টাকার শেয়ার এবং ৩ ফেব্রুয়ারি ৩৬৮ কোটি ২৫ লাখ ৬৩ হাজার ৫০০ টাকার মূল্যের ১৭৫ বিঘা সম্পদ জব্দের আদেশ দিয়েছিলেন একই আদালত।

 

 

একুশে সংবাদ// কা.বে//এ.জে

Shwapno
Link copied!