রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিত হয়েছে প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী`র।
বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।
এর আগে হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন চিন্ময় দাস। তবে রাষ্ট্রপক্ষ তার জামিন আদেশ চ্যালেঞ্জ করলে তা শুনানির জন্য চেম্বার আদালতে ওঠে। আদালত জামিন আদেশ স্থগিত করে পূর্ণাঙ্গ শুনানির জন্য বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়েছেন।
চিন্ময় দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়, যেখানে বলা হয়—তিনি রাষ্ট্র ও ধর্ম নিয়ে উসকানিমূলক মন্তব্য করেছিলেন। বিষয়টি দেশব্যাপী আলোচনার জন্ম দেয় এবং পরে তাকে গ্রেপ্তার করা হয়।
একুশে সংবাদ//ঢ.প//এ.জে
আপনার মতামত লিখুন :