ধূমপানে বিষপান—সবারই জানা। তবু আজও বহু মানুষ ধূমপানের নেশায় ডুবে আছেন। ধূমপান করতে করতে তাদের ঠোঁটের রং এক সময় কালো হয়ে যায়। তাই ঠোঁটের আগের রং ফেরাতে আয়ুর্বেদে ভরসা রাখুন।
আয়ুর্বেদের কয়েকটি গুণেই ঠোঁটের আগের সৌন্দর্য ফিরে পাওয়া সম্ভব। যেমন-
ঠোঁট হাইড্রেট রাখুন: ঠোঁট নিয়মিত হাইড্রেট রাখা জরুরি। ঠোঁটের মধ্যে জলের পরিমাণ কমে গেলে ঠোঁট শুকিয়ে যেতে থাকে। তাই নিয়মিত ঠোঁট হাইড্রেট রাখুন। এতে দীর্ঘদিন স্বাস্থ্য ভালো থাকবে ঠোঁটের।
এক্সফোলিয়েট করুন: ঠোঁট নিয়মিত এক্সফোলিয়েট করুন। এতে জমে থাকা কালো রং সহজে উঠে যাবে। নিয়ম করে এক্সফোলিয়েট করলে ঠোঁটের কালো রং উঠে লাল জেল্লা ফিরে আসবে।
লিপ মাস্ক: ঠোঁটের জন্য একটি লিপ মাস্ক ব্যবহার করতে পারেন। এতে ঠোঁটের রং হওয়ার ভয় থাকে না। ফলে ঠোঁট সহজেই আগের জেল্লা হারাবে না।
সূর্যের আলো থেকে রক্ষা করুন: ঠোঁটের কালো রংকে দূর করতে ঠোঁট ভালো রাখাও জরুরি। তাই সরাসরি সূর্যের আলো থেকে ঠোঁটকে দূরে রাখুন। এতে বড়সড় সমস্যার হাত থেকেও রেহাই পাবেন।
একুশে সংবাদ/এপি
আপনার মতামত লিখুন :