যৌনতা নিয়ে আমাদের দেশে আজকের দিনেও হাজারও বিধি-নিষেধ, হাজারও লুকোছাপা! কিন্তু যৌনতা নিয়ে এত রাখঢাক করার কিছু নেই! যৌনসমস্যা আর পাঁচটা শারীরিক সমস্যার মতোই, সেখানে লজ্জা পাওয়া বা লুকিয়ে রাখার মতো কিছু নেই! এ
বিশেষজ্ঞরা জানান, একটা সুস্থ-স্বাভাবিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ চাবিকাঠি হল সুস্থ-স্বাভাবিক যৌন জীবন। আপনার যৌন জীবন ভাল না হলে, আপনি হাজার চেষ্টা করেও ভাল থাকতে পারবেন না! পুরুষের তুলনায় নারীর যৌনতা একটু বেশি জটিল। নারীর যৌনতা নিয়ে সেই কোন যুগ থেকে মানুষের মধ্যে কৌতূহল তুঙ্গে, বিচিন্ন সময়ে এই নিয়ে নানা গবেষণাও হয়েছে, আজও হয়ে চলেছে
সম্প্রতি, `সুপারড্রাগ` নামের একটি সংস্থার সমীক্ষায় প্রকাশ পেয়েছে নারীর যৌনতা সম্পর্কে চমকপ্রদ এক তথ্য! সমীক্ষায় উঠে এসেছে সপ্তাহে একটি নির্দিষ্ট দিনে নারীদের যৌনাকাঙ্ক্ষা প্রবল হয়।
সমীক্ষায় দেখা গিয়েছে, সপ্তাহের আর ৬টা দিনের তুলনায় ছুটির দিনে নারীর যৌন ইচ্ছে অনেক বেশি থাকে।
হঠাৎ ছুটির দিন কেন? সমীক্ষায় অংশগ্রহণকারী মহিলার সিংহভাগ জানাচ্ছেন, গোটা সপ্তাহ হাজারও কাজের চাপ! ছুটির দিন মানেই কোন ঝামেলা নেই। তাই এদিন আলাদা একটা মানসিক শান্তি থাকে! আর `হ্যাপেনিং` যৌনতার সব থেকে গুরুত্বপূর্ণ কারণ কিন্তু মানসিকভাবে ভাল থাকা, খুশি থাকা।
একুশে সংবাদ/ন.আ
আপনার মতামত লিখুন :